![দুর্গাপুরে উপজেলা যুবলীগের মিছিল আয়োজন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/abnews-24.b_130651.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১৬ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে যুবলীগ সাধারণ সম্পাদকের কারামুক্তি উপলক্ষে এক মিছিল করেছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে এক বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে পথ সভায় যুবলীগ সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে যুবলীগ সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, গত ১২মার্চ স্থানীয় রাজনৈতিক মামলায় দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে, আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
গত ১৫ মার্চ বিজ্ঞ আদালত আমার জামিন মঞ্জুর করলে সংগঠনের নেতা কর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে আসে। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সঠিক ধারায় রাজনীতি করতে বিভিন্ন মামলার সম্মুখিন হতে হয়। উপস্থিত নেতাকর্মীদের সঠিক ধারায় রাজনীতি ও আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা