শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে বাণিজ্য মেলাকে সামনে রেখে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে বাণিজ্য মেলাকে সামনে রেখে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে বাণিজ্য মেলাকে সামনে রেখে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ, ১৬ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় (বালু)’র মাঠে আগামীকাল শনিবার বিকেলে মাসব্যাপী বাণিজ্যমেলা ২০১৮ উদ্বোধনকে সামনে রেখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে চেম্বাব ভবণের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মো. আমিনুল হক।

চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. আমিনুল হক বলেন, গত তিন বছর ধরে সুনামগঞ্জে বাণিজ্য মেলা অনুষ্ঠিত না হওয়ায় জেলা ক্রেতা বিক্রেতারা হতাশ ছিলেন। ফলে সরকার থেকে চলতি বছর বাণিজ্য মেলা করার তাগিদও রয়েছে। তাই সুনামগঞ্জ জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে আগামীকাল শনিবার বিকেলে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

মেলায় অর্ধশতাধিক স্টল ও বাচ্চাদের বিনোদনের নাগর দোলা,ট্রেন ও ময়ূর পঙ্কি নৌকা চড়কিসহ এই মেলার প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে মেলায় সকল ক্রেতা বিক্রেতাসহ সাধারন জনগণের শতভাগ অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এজন্য মেলার চারিদিকে সর্বসাধারনের নিশ্চিত নিরাপত্তায় পুরো মেলা জুড়ে সি সি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তায় ব্যাপক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এই মেলা চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম বজলু, চেম্বারের পরিচালক জি এম তাশহিজ এবং চেম্বারের সচিব পুলক দাস প্রমুখ।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত