দৌলতপুর (কুষ্টিয়া), ১৬ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বোমা হামলা করেছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। তবে কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে দৌলতপুর থানার দক্ষিনপাড়ায় বাড়ি ফেরার সময় যুবলীগ নেতা আব্দুর রশিদের বাড়ির সামনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আব্দুর রশিদ কে লক্ষ্য করে গালিগালাজ করে পরপর ৩ টি হাতবোমা নিক্ষেপ করে।
এ সময় আব্দুর রশিদ দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বোমার শব্দে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শশীধরপুর গ্রামের আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা ১ টি বোমা নিক্ষেপ করে।
যুবলীগ নেতা আব্দুর রশিদ জানান, রাজনৈতিক কারণে তার প্রতিপক্ষ গ্রুপ এ হামলা চালাতে পারে। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, ঘটনাস্থল থেকে হাতবোমার খোসা উদ্ধার করা হয়েছে। থানা সংলগ্ন এলাকায় এরকম ঘটনা কারা ঘটিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা