![ঝালকাঠিতে বধ্যভূমি ও জীবনানন্দ দাশের স্মৃতি সংরক্ষণের দাবি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/jhalkathi_abnews24 copy_130658.jpg)
রাজাপুর (ঝালকাঠি), ১৬ মার্চ, এবিনিউজ : ঝালকাঠিতে বধ্যভূমি, কবি কামিনি রায়, ধানসিঁড়ি নদী পরিভ্রমন ও কবি জীবনানন্দ দাশের স্মৃতি সংরক্ষণের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
আজ শুক্রবার দিনব্যাপি এসব কর্মসূচি পালন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র বরিশাল ও ঝালকাঠি শাখা।
দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নেতৃবৃন্দ পৌরসভা খেয়াঘাট এলাকার বধ্যভূমি পরিদর্শন শেষে পদযাত্রা বের হয়ে জেলা প্রশাসনের বাসভবনের সামনে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
পরে বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের নেতৃবৃন্দ কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ধানসিঁড়ি নদী পরিভ্রমণ এবং কবি কামিনি রায়ের বাড়ি পরিদর্শন করেন। এছাড়াও সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।
দিনব্যাপি এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ড.বাহাউদ্দিন গোলাপ, সংস্কৃতজন মুকুল দাস, সমাজসেবক মাহামুদুল হক খান মামুন, কবি হেনরী স্বপন, শিক্ষক মেরী সূর্যানী সমাদ্দার।
আরো উপস্থিত ছিলেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের ঝালকাঠির সংগঠক পলাশ রায়, সাংবাদিক রহিম রেজা, কবি কামিনি রায় ও কবি জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণ আন্দোলন পরিষদের সদস্য সচিব আজিম তালুকদার ও নলছিটির সংগঠক মিলন কান্তি দাস।
এবিএন/রহিম রেজা/জসিম/এমসি