![নাগেশ্বরীতে গাঁজাসহ বিএনপি নেতার ছেলে আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/abnews-24.bbb_130661.jpg)
নাগেশ্বরী (কুড়িগ্রাম), ১৬ মার্চ, এবিনিউজ : নাগেশ্বরীর কচাকাটায় গাঁজাসহ রাসেল নামের এক যুবককে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। আটক রাসেল কচাকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে বলে জানা গেছে। বৃহ:স্পতিবার বিকালে কেদার ইউনিয়নের কবরস্থানের নিকট থেকে ১শ গ্রাম গাজাসহ তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার মোটর সাইকেলের গতি থামিয়ে তল্লাসী করলে তার নিকট গাজা পাওয়া যায়। রাসেল এসময় মটরসাইকেল যোগে কচাকাটার দিকে আসছিলো। কচাকাটা থানার ওসি ফারক খলিল জানান, আটক রসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকৃয়াধীন রয়েছে।
এবিএন/মিলন/জসিম/তোহা