![আগামী নির্বাচনে সকল দল অংশ নেবে: সিইসি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/nurul-huda_130664.jpg)
রাজশাহী, ১৬ মার্চ, এবিনিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল দল অংশ নেবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয় সেক্ষেত্রেও প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর মেয়র তোফাজ্জল হোসেন, রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমীরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/মমিন/জসিম