বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পার্বতীপুরে সাঁওতালদের বাহা উৎসবের সমাপ্তি

পার্বতীপুরে সাঁওতালদের বাহা উৎসবের সমাপ্তি

পার্বতীপুর (দিনাজপুর), ১৬ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের পার্বতীপুরে সাওঁতাল অধ্যুষিত বারকোনায় আজ শুক্রবার দুইদিনব্যাপী বাহা উৎসবের সমাপ্তিতে প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জনশীল গোপাল এম পি। বাহা পরবের আহবায়ক সাওতাল মহিলা নেত্রী বাসন্তি মুর্মুর সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেজবাহ কামাল, ওয়ার্কাস পাটির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, জাপান থেকে আগত অধ্যাপক ওয়াশী মাশাকি , পার্বতীপুরের ইউএনও তরফদার মাহমুদুর রহমান , সাংবাদিক চিত্ত ঘোষ , পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শ.আ.ম হায়দার. সম্পাদক আমজাদ হোসেন , এনজিও গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জম হোসেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমূখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতের বীরভূম ,বাকুঁড়া থেকে আগত সাওঁতালী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী বীরবাহা হাজদা,জনপ্রিয় সাওঁতালী সংগীত শিল্পী ভাবিনী বাস্কে, পুস্পলতা বাস্কি ও লাংতিতি প্রমূখ। অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে সাওতাল আদিবাসী ছাড়াও সহ সর্বস্তরের লোকজনে অনুষ্ঠানস্থল খেলার মাঠ পরিনত হয় জনসমুদ্রে। রুপ নেয় মিলন মেলায়। বাহা পরব শুরু হয়েছে ১৫ মার্চ । উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ।

এবিএন/এম.এ.জলিল সরকার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত