![সুনামগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/sunamgonj_abnews24 copy_130667.jpg)
সুনামগঞ্জ, ১৬ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে ভিজিএফ কর্মসুচীর তালিকাভুক্ত অসহায়দের বঞ্চিত করে পছন্দমত লোকদের মাঝে চাল বিতরণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আব্দুল হাই এর বিরুদ্ধে। এ ব্যাপারে গত ১১ মার্চ এলাকাবাসীর পক্ষে আলতাব আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে জানা যায়, সরকারের ভিজিএফ কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা বিতরণ করার কথা থাকলেও চেয়ারম্যান ২২/২৪ কেজি চাল বিতরণ করে আসছেন।
এমনকি কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত হতদরিদ্রদের বঞ্চিত করে চেয়ারম্যানের দলীয় লোকজনের মধ্যে বিতরণ করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থিত এ চেয়ারম্যানের কাছে নাগরিক সেবা পাইতে চাইলে তিনি সেবা দিতেও অনিহা প্রকাশ করেন। এবং তিনি ধমক দিয়ে বলেন তোমাদের নেতার কাছে যাও, আমার কাছে কেন এসো ? অভিযোগকারী এসব অনিয়মের সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা দাবী জানান।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা