শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

বন্দরে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

বন্দর (নারায়ণগঞ্জ), ১৬ মার্চ, এবিনিউজ : বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসময় পুলিশ আটককৃত ৫ মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও ৫শ’ ১১ পিস ইয়াবা এবং ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫০(৩)১৮, ৫২(৩)১৮, ৫৩(৩)১৮ ও ৫৪(৩)১৮। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাণ বন্দর চৌধুরীবাড়ী মাদক উদ্ধারের অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ ৩শ’ গ্রাম গাঁজাসহ একই এলাকার মোতালেব মিয়ার ছেলে গাঁজা বিক্রেতা ইউনুছ (২৭)কে গ্রেফতার করে। এছাড়াও কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মোখলেছুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মদনপুর ইস্ট টাউন এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়।

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ৫শ’ পিস ইয়াবাসহ সোনারগাঁ থানার বেইলর পশ্চিমপাড়া এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী কামরুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করে।

একই ফাঁড়ীর অপর এএসআই আমিরুল হাসানসহ সঙ্গীয় র্ফোস ওই রাতে কেওঢালা পিপাসা পাম্পের সামনে অভিয়ান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ কেওঢালা এলাকার তমিজ উদ্দিন মিয়ার ছেলে ফেন্সিডিল বিক্রেতা আনিছুর রহমান ওরফে আনাস (২৪) ও একই এলাকার ফুলচাঁন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী হক মিয়া (২৫)কে গ্রেফতার করে।

এ দিকে বন্দর থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকারসহ সঙ্গীয় র্ফোস দক্ষিন লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ একই এলাকার দুলাল ভূইয়া ছেলে ইয়াবা বিক্রেতা সাব্বির ভূঁইয়া (১৯)কে গ্রেফতার করে।

আটককৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৪টি মাদক মামলায় আজ শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত