![কিশোরগঞ্জে এক পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/16/abnews-24.bbbbbbbbbbbb_130678.jpg)
কিশোরগঞ্জ (ঢাকা), ১৬ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জ জেলায় একাধারে পাঁচ বছর কর্মরত নীতিবান পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান (বিপিএম, পিপিএম) ও জেলা পুনাক সভানেত্রী উম্মে সালমা মুন্নি কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে । জেলা পুলিশ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্স কমপাউন্ডে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।
পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান সহ জেলার প্রতিটি উপজেলার কর্মরত পুলিশ পরিদর্শকগণ ফুল দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো, শফিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দের সহধর্র্মিণীগণ উপস্থিত ছিলেন।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা