শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দেবহাটায় আ.লীগের সভায় আজিজ ও সাদ্দামকে বহিষ্কার

দেবহাটায় আ.লীগের সভায় আজিজ ও সাদ্দামকে বহিষ্কার

দেবহাটায় আ.লীগের সভায় আজিজ ও সাদ্দামকে বহিষ্কার

দেবহাটা (সাতক্ষীরা), ১৬ মার্চ, এবিনিউজ : দেবহাটা উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির এক জরুরী সভা আজ শুক্রবার বিকাল ৪ টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আ,লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান। সভায় উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সভাপতিদের মধ্যে নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, শরৎ চন্দ্র ঘোষ, আলহাজ মোসলেহউদ্দীন মুকুল, যুগ্ম সাধারন সম্পাদকদের মধ্যে আনোয়ারুল হক, শেখ মোনায়েম হোসেন ও আজহারুল ইসলাম,

কুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান চন্দ্র, সখিপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা ইউনিয়ন আঃলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ সকল কার্য্যকরী কমিটির সদস্যবৃন্দ। দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, আগামী ৩১ মাচ দেবহাটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে সফল করা ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনকে হত্যা চেষ্টার বিষয়ে এই উপজেলা আঃলীগের কার্য্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সফল করতে করনীয় নির্ধারন এবং উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনকে হত্যা চেষ্টার সাথে উপজেলা আঃলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের জড়িত থাকার প্রমান পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৪৭(এ) ধারা মোতাবেক তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং জেলা ও কেন্দ্র কমিটির কাছে তাকে চুড়ান্ত বহিষ্কার করার জন্য সুপারিশ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া একই ঘটনার সাথে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দামের জড়িত থাকার প্রমান পাওয়া যাওয়ায় তাকেও বহিষ্কার করার জন্য উপজেলা ও জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে বলে মনিরুজ্জামান মনি জানান।

এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত