বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ক্ষেতলালের সাবেক মেম্বার মোসলেম উদ্দিন আর নেই

ক্ষেতলালের সাবেক মেম্বার মোসলেম উদ্দিন আর নেই

ক্ষেতলাল (জয়পুরহাট), ১৬ মার্চ, এবিনিউজ: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং বর্তমান সদস্য আব্দুল মোত্তালেব হোসেন আহমেদ এর পিতা মোসলেম উদ্দিন মন্ডল গতকাল ১৫ মার্চ বৃহস্পতিবার রাত ১২ টা ২০ মিনিটে নিজ বাসভবন গুরুড়া গ্রামে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-------রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর এবং তিনি স্ত্রী ৩ কন্যা, ২ পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আর শুক্রবার বিকেল ৫ ঘটিকায় ধরেরপুকুর ঈদগাঁহ মাঠে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবু ইউছুব মো. খলিলুর রহমান, আলমপুর ইউপি চেয়ারম্যান নাদিম তালুকদারসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

মোসলেম ম্বেরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার।

এবিএন/মিজানুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত