সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ঠাকুরগাঁওয়ে দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁও, ১৬ মার্চ, এবিনিউজ : “ক্রীড়াই হোক মাদক নিরাময়ের একমাত্র হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মরহুম আবুল হোসেন ও স্বর্গীয় রঘুবীর আগরওয়ালা গোল্ডকাপ দ্বৈত ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টায় বাজার পাড়া একাদশ এর আয়োজনে শহরের গোধূলী বাজারে বাজার পাড়া একাদশ কার্যালয়ে ফিতা কেটে গ্লোডকাপ ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে গোল্ডকাপ ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রামবাবু আগরওয়ালা।

এসময় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, আলহাজ্ব আব্দুল মোতালেব।

আরো বক্তব্য রাখেন- যুগ্ম-সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস শহীদ বাবু, স্বর্ণকার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান প্রমুখ।

গোল্ডকাপ ক্যারাম প্রতিযোগিতায় শহরের ৩৫টি দল অংশগ্রহণ করেন।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত