![এলেঙ্গায় বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/sova_abnews_130709.jpg)
টাঙ্গাইল, ১৭ মার্চ, এবিনিউজ : আগামী ২৯ মার্চ এলেঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কর্মী সভা করেছে এলেঙ্গা পৌর বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় চিনামূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এলেঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শুকুর মামুদের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, এলেঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র শাফী খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা।
আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু মিয়া, কোকডোহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হালিমুজ্জামান লিটন প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর লেলিন, ছাত্রদল নেতা মামুনসহ উপজেলা বিএনপি ও এলেঙ্গা পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপি মনোনীত প্রার্থী শাফী খানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি