![আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/sova_abnews_130712.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৭ মার্চ, এবিনিউজ : “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আখাউড়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার সহ্রসাধিক মানুষ অংশ নেয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ্, উপজেলা আওয়ামী লীগের আহ্বাায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার, পল্লী বিদ্যুতের ডিজিএম আহমদ শাহ্ আল জাবের, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন, প্রধান শিক্ষক মাহতাব মিয়া, মৌসুমী আক্তার, কাজী সাফিয়া খাতুন, আওয়ামী লীগ নেতা বাবুল পারভেজ প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি