![ভোলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/rally_abnews_130720.jpg)
ভোলা, ১৭ মার্চ, এবিনিউজ : ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শিশু সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি শিশু সমাবেশ ও র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, এরব স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শাফিয়া খাতুনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, স্কুল কলেজ শিক্ষার্থীরা।
শিশু সমাবেশ ও র্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বেলুন উড়িয়ে বর্নাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।
সন্ধ্যায় শহরের বাংলা স্কুল মাঠে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি