বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা আলফাজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা আলফাজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা আলফাজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোদাগাড়ী (রাজশাহী), ১৭ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আলফাজ হোসেনের (৬৫) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের জৈটাবটতলা গ্রামে নিজ বাসভবনে গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় জৈটাবটতলা গোরস্থানে জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, থানার এসআই সিহাব, মুক্তিযোদ্ধা একরামুল মুক্তিযুদ্ধা আলহাজ্ব আবুল কাশেম প্রমুখ। এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধাসহ প্রায় ৭ শতাধিক জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান। মৃত্যুর আগে তিনি উচ্চ রক্তচাপ জনিত সমস্যার করণে স্ট্রক করে চিকিৎসাধীন ছিলেন। তিনি মোহনপুর ইউনিয়নের জৈটাবটতলা গ্রামের মৃত ইসিমুতুল্লাহ মন্ডলের ছেলে আলফাজ হোসেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৪ হাজার টাকা তুলে দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এবিএন/শামসু্জ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত