![জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/rally-abenws_130725.jpg)
জয়পুরহাট, ১৭ মার্চ, এবিনিউজ : “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশ থাকবে শিশু ভালো” এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপিত হলো বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ময়দান হতে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানসহ পুস্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সামসুল আলম দুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।
আরো বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি