
বান্দরবান, ১৭ মার্চ, এবিনিউজ : নানা আয়োজনের মধ্যদিয়ে বান্দরবানে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
আজ শনিবার সকাল ৯টা থেকে বাংলাদেশের শীর্ষ পর্যটন নগরী বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
দিবসটি উপলক্ষে বান্দরবান শিশু একাডেমি ও বান্দরবান খৃদ্র নৃগোষ্ঠীর ইনিষ্টিটিউটে দিনব্যাপী আলোচনা সভার পাশাপাশি রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে।
এর আগে গতকাল শুক্রবার রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/এমসি