শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৩

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৩

ঝিনাইদহ, ১৭ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কোরবার আলী (৩০) নামের এক ব্যক্তি ও শিশুসহ ১৩ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে একটি পরিবহন বাস কালীগঞ্জের ঈশ্বরবা জামতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান। আহতদের মধ্যে একই পরিবারের ৪ জন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের একজন ডিপুটি ডিরেক্টর, একজন সাংবাদিক, সেনাবাহিনীর একজন সদস্যসহ মোট ১৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দর্শনা থেকে ঢাকা গামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-১৭২৮) একটি দ্রুতগামী বাস ঈশ্বরবা জামতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় বাসের নীচে সবাই চাপা পড়ে। প্রথমে স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, তার খবর পেয়ে মোবারকগঞ্জ সুগার মিল থেকে লোহার চেইন এনে ট্রাক্টর দিয়ে উল্টে যাওয়া বাসটি কে তুলে তার নীচ থেকে ৮ জনকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের ডাক্তার মাহফুজুর আলম সোহাগ জানান, দুর্ঘটনায় আহত হয়ে ১৩ জন ভর্তি হয়।

আহতদের মধ্যে মতিয়ার ও উম্মে হাবিবার অবস্থা আশংকাজন হওয়ায় তাদের যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজূ।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, দুর্ঘটনায় সর্বশেষ ১২/১৩ আহত হয়েছে। তাদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর পরিবহনের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত