![ঘাটাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/sova_abnews_130734.jpg)
ঘাটাইল (টাঙ্গাইল), ১৭ মার্চ, এবিনিউজ : আজ শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘাটাইলে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামছুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র হাসাান আলী, তানভীর রহমান, এডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।
পরে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি