![খোকসায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/rally_abenws_130737.jpg)
খোকসা (কুষ্টিয়া), ১৭ মার্চ, এবিনিউজ : আজ শনিবার কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সকালে দিবসটি উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষে হয়। এছাড়াও এ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নূর- এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি অফিসার বিষ্ণু পদ সাহা প্রমুখ।
এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/এমসি