![নাসিরনগরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/sova_abnews_130739.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১৭ মার্চ, এবিনিউজ : আজ শনিবার সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাকালের মহান নায়ক, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম মনিরুজ্জামান সরকারের নেতৃত্বে এক বিশাল র্যালী ও শোভাযাত্রা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান সরকার।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সদর চেয়ারম্যান মো. আবুল হাসেম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাবাদিক, স্কুল কলেজের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও সুশীল সমাজের লোকজন।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/এমসি