![কাউখালীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/rally_abenws_130742.jpg)
কাউখালী (পিরোজপুর), ১৭ মার্চ, এবিনিউজ : পিরোজপুরে কাউখালীতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হচ্ছে।
আজ শনিবার সকাল ৮টায় মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের পর পর আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা শেষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মাধবী রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদাক মনিরুজ্জামান পল্টন, সাবেক সভাপতি এ্যাডভোকটে আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড।
আরো উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহা চাঁন, ওসি তদন্ত মো. মহিবুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্ত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের জনগন।
অন্যান্য কর্মসূচির ভিতরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি