শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আড়াইহাজারে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

আড়াইহাজারে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১৭ মার্চ, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ শনিবার সকাল ১০টায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জম্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।

ইউএনও সুরাইয়া খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, উপজেলা এলজিএডি’র প্রকেীশলী মুহাম্মদ নাশির উদ্দিন, উপজেলা যুবউন্নয়ন অফিসার মামুন মজুনদার, সাবেক ভিপি নাঈম মোল্লা, সাবেক ভিপি আমির হোসেন প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে দুপুরে স্থানীয় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা তরুণ লীগের উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়। তরুণ লীগের সভাপতি এইচএম জাকিরের সভাপতিত্বে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু কেক কেটে দিবসটি পালন করেন।

উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তাবারকসহ আরও অনেকে।

এবিএন/হাকিম ভূঁইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত