শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে ৮ জুয়াড়ি গ্রেফতার

লালমনিরহাটে ৮ জুয়াড়ি গ্রেফতার

লালমনিরহাট, ১৭ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোর রাতে সদর উপজেলার নয়াহাট এলাকায় জুয়া খেলার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার পূর্ব সাপটানা এলাকার মজনু আলম (২৯), ফজলুর রহমান ওরফে বাবু (৩৬), জানে আলম (৪১), সাজ্জাদ হোসেন রনি (২৭), একই উপজেলার পূর্ব সাপটানা ভাতরী এলাকার মোস্তফা আহম্মেদ (৩৮), রাজু আহম্মেদ (৩৬), নজরুল ইসলাম (৪৪), মুসা মিয়া (৪০)।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত