![চিলমারীতে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/rally_abenws_130753.jpg)
চিলমারী (কুড়িগ্রাম), ১৭ মার্চ, এবিনিউজ : “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার সকালে আ.লীগ দলীয় কার্যালয়ে কেক কেটে কেন্দ্রিয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য দান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ।
পরে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/গোলাম মাহবুব/জসিম/এমসি