গঙ্গাচড়া (রংপুর), ১৭ মার্চ, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় আজ শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আনন্দ র্যালি, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষার্থী মোশফেকা রুকাইয়া শ্রাবণী প্রমুখ।
এ সময় বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/এস এম স্বপন/জসিম/এমসি