শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মদনে চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

মদনে চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

মদন (নেত্রকোনা), ১৭ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার মদনে ইউপি চেয়ারম্যান ও সদস্যের হস্তক্ষেপে শুক্রবার রাতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কুঠুরীকোনা মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও বাগজান গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তৈয়বা আক্তার।

গতকাল শুক্রবার একই বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ও কুঠুরিকোনা গ্রামের আবুল কাশেমের ছেলে মহন মিয়ার সাথে বিয়ের আনুষ্ঠানিতা কন্যার বাড়িতে চলছিল।

এ খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ ও সদস্য মনসুর মিয়া ছাত্রীর গ্রামের বাড়িতে পৌঁছে রাতেই বিয়েটি ভেঙে দেয়।

ইউপি চেয়ারম্যান মো. ফকর উদ্দিন আহমেদ জানান, ইউএনও স্যারের নির্দেশে বিয়ের বাড়িতে পৌঁছে বিয়ের আনুষ্ঠানিকতা দেখে ছেলে ও মেয়ের অভিভাবককে বাল্য বিয়ের কুফল সর্ম্পকে জ্ঞাত করে উভয়ের সম্মতিতে বিয়ে ভেঙে দেওয়া হয়।

তবে তারা কথা দিয়েছেন প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন করবেন না।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত