![রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/dibos_abnews_130764.jpg)
রাজবাড়ী, ১৭ মার্চ, এবিনিউজ : গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ২০১৮ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত আসনের মাননীয় এমপি কামরুন নাহার চৌধুরী (লাভলী), জেলা প্রশাসক মো. শওকত আলী।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় আম্রকান চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি