![মেলান্দহে জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/rally_abenws_130765.jpg)
জামালপুর, ১৭ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে আজ শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন র্যালী আলোচনাসভা ও শিমু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল ১০টায় মুক্তমঞ্চ থেকে বর্ণাঢ্য র্যালি মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে।
এরপর মুক্তমঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, ইউএনও তামিম আল ইয়ামীন, আ.লীগ সভাপতি আ. রাজ্জাক সুজা প্রমুখ।
এ দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি