বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কয়রায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

কয়রায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

কয়রায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

কয়রা (খুলনা), ১৭ মার্চ, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আজ শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র ছাত্রীরা বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক, শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাহাউল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আ. রশিদ খান, সমবায় কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান প্রমুখ।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের ওপর সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়, বেদকাশি কলেজিয়েট স্কুল, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, শাকবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়, মিলনী মাধ্যমিক বিদ্যালয়, জাকারিয়া শিক্ষা নিকেতন, জায়গীরমহল মাধ্যমিক বিদ্যালয়, উত্তরচক কামিল মাদরাসা, সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা, কালনা আমিনীয়া ফাজিল মাদরাসা, মদিনাবাদ দাখিল মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি, আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আকতার বানু জানিয়েছেন বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত