শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সখীপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সখীপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সখীপুর (টাঙ্গাইল), ১৭ মার্চ, এবিনিউজ : সখীপুরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন শোভাযাত্রা, আলোচনাসভা, শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এর আগে পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।

উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে জাতির জনকের বর্ণাঢ্য কর্মজীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার এম ও গণি, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, শিক্ষার্থী হাবীবা তাসলিন প্রমুখ। পরে আদর্শ শিশুকানন প্রি-ক্যাডেট স্কুলে আয়োজিত শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করে। এসময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ রেনুবর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, যুবলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত