শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে শুষ্ক মৌসুমে বাঁধে আবারো ৩৫ মিটার জুড়ে ধস

সিরাজগঞ্জে শুষ্ক মৌসুমে বাঁধে আবারো ৩৫ মিটার জুড়ে ধস

সিরাজগঞ্জে শুষ্ক মৌসুমে বাঁধে আবারো ৩৫ মিটার জুড়ে ধস

সিরাজগঞ্জ, ১৭ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের চৌহালীতে তীর সংরক্ষন বাঁধে আবারো ধস নেমেছে। শনিবার ভোর রাতে বাধেঁর খাসকাউলিয়া অংশে প্রায় ৩৫ মিটার এলাকা জুড়ে বিলীন হয়েছে। এতে ধসে যায় পাথরের বোল্ডসহ জিওটেক্স এবং ধসের সামনে প্রায় ২০ফুট গভীরতা সৃষ্টি হয়েছে। বিপুল অংকের টাকা ব্যয়ে নির্মানাধীন এই বাঁধে শুষ্ক মৌসুমে এমন ধস স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির কারনেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ উঠেছে। ধস ঠেকাতে এখনও পদক্ষেপ গ্রহন করেনি বলে তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড জানান।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উক্ত চৌহালী উপজেলা সদরের পৌনে ৪ কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া ৩ কিলোমিটার মিলে ৭ কিলোমিটার এলাকা রক্ষায় সরকার ১০৯ কোটি টাকার বরাদ্ধ দেয়। এ টাকা ব্যয়ে ভাঙ্গন রোধে যমুনা নদীর পুর্ব পাড়ের টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল থেকে দক্ষিনে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার ২০১৫ সালের ২৪ নভেম্বর সংরক্ষন বাঁধের কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যেই ৯৫ ভাগ কাজ শেষ হলেও হঠাৎ করে যমুনায় ¯্রােত হীন শুষ্ক মৌসুমে চৌহালীর খাসকাউলিয়া অংশে প্রায় ৩৫ মিটার জুড়ে শনিবার ভোর রাতে ধসে যায়। এ নিয়ে ১৫ বার এমন ভাঙ্গনে পুরো বাঁধ এখন বিপর্যস্ত।

এ বিষয়ে চৌহালী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার আনিছুর রহমান আক্ষেপ করে বলেন, বার বার ভাংঙ্গন ও ধসে এই বাধেঁর এখন করুণ অবস্থা। শনিবার ভোর রাতের বাধঁ ধনের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ এই বাধেঁ আবারো ধসের বিষয়টি স্বিকার করে বলেন, ধস ঠেকাতে খুব শীঘ্রই কার্যকরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত