শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

তিতাসে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

তিতাস (কুমিল্লা), ১৭ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় শিশু দিবস উপলক্ষে এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে কোরআন তেলোয়াত ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে কেক কেটে দিবসের সূচনা করেন।

এর আগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও রাজনিতিক নেতৃবৃন্দ একটি বণাঢ্য র‌্যালী বের করেন। এসময় র‌্যালীতে অংশগ্রহন করেন স্থানীয় এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম সোহেল শিকদার,ওসি মো.নুরুল আলম,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন আনছারী প্রমূখ।অপর দিকে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুব লীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদের সভাতিত্বে মিলাদ ও কেক কেটে দিবসটি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো.সারওয়ার হোসেন বাবু,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ লালন শিকদার ও মুকবুল মাহমুদ প্রধান প্রমূখ।এছাড়াও স্থানীয় এমপি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত