![ইবিতে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbb_130781.jpg)
ইবি (কুষ্টিয়া), ১৭ মার্চ, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ কর্ণারের উদ্বোধন করা হয়। আজ শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচ তলায় এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টা থেকে পর্যায়ক্রমে এসকল কর্মসূচি পালিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে একটি আনন্দ র্যালি হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে মিলিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। র্যালিতে অন্যান্যদের মধ্যে সাথে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।
পরে যোহরের নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ.স.ম. শোয়াইব আহমেদ।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা