শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে বিএনপি নেতার মা নিখোঁজ

সিরাজগঞ্জে বিএনপি নেতার মা নিখোঁজ

সিরাজগঞ্জ, ১৭ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানার মা মাজেদা খাতুন (৭৮) নিখোঁজ হয়েছেন। এব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়রি করা হয়েছে। ১৫ মার্চ দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর ব্যাংক পাড়া মহল্লা থেকে তিনি নিখোঁজ হন। তিনি সদর উপজেলার শিমলা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

সাধারন ডায়রিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ মাজেদা খাতুন মস্তিস্ক জনিত সমস্যার কারনে পৌর এলাকার জানপুর ব্যাংক পাড়া মহল্লায় তার মেয়ে জামাই এস.এম ইসমাইল হোসেনের বাড়িতে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে যাননি। অনেক খোঁজাখুজির পরে তাকে না পেয়ে থানায় এই ডায়রি করা হয়। কেউ তার খোঁজ পেলে ০১৭৩৩০৪৪১৬৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত