![গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbbbbbbbb_130791.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১৭ মার্চ, এবিনিউজ : “রঙ ছড়ানো আলো লাল –সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো ” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য র্মযাদায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে ।
আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ,মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিল্পকলা একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, আনন্দ র্যালী, আলোচনা সভা ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা র্কমসূচির আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশরাফুল সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা এসএস ফারহানা হোসেন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, মৎস কর্মকর্তা জহিরুল হক আকন্দ, মাধ্যমিক কর্মকর্তা বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মাসুদুজ্জামান মাসুদ. মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ প্রমুখ।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা