শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ড

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ড

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ড

চিরিরবন্দর (দিনাজপুর), ১৭ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের খানসামা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের (পাকেরহাট) পুরাতন ভবনে আর্কস্মিক এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল আনুমানিক ১০টায় হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল আউয়াল জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তিরত রোগী দেখার সময় আগুনে পোড়ার গন্ধ ও জানালা দিয়ে ধোঁয়া দেখা যায়।

এসময় হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও রোগী এবং তাদের স্বজনদের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসি দৌঁড়ে আসে। তাঁরা নতুন ভবনের ছোট দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে পানির ট্যাঙ্ক ও লাইন দিয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। অন্তত ঘন্টাব্যাপি তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, হাসপাতালের ওইকক্ষে বৈদ্যুতিক সংযোগ নেই। কেউ হয়তবা সিঁড়ি বেয়ে উপরে ওঠে ধূমপান পান করে অবশিষ্ঠাংশ সেদিকে নিক্ষেপ করে থাকতে পারে।

ভর্তিরত ক’জন রোগীর লোকজন জানান, সকাল সাড়ে ৮টার দিকে দু’জন বৃদ্ধা সিঁড়িতে উঠে ধূমপান করছিল। তাদের ফেলে দেয়া বিড়ির অবশিষ্ঠাংশ থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল জানান, অগ্নিকান্ডে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয়তলার ওইকক্ষে রক্ষিত ১২বছর পূর্বের কিছু পুরাতন কাগজপত্রাদি, পরিত্যক্ত যন্ত্রাংশ ও পুরাতন বেড পুড়ে যায়। তিনি আরো জানান, হাসপাতালের কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রোগীর আতœীয়-স্বজন, হাসপাতালের সম্মুখের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতা ও প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তেমন বড় ধরনের কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নাজমুল ইসলাম জানান, কিভাবে আগুন লেগেছে তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে বিড়ি-সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুলের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত