![টঙ্গীতে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbbbbbbbbbbbbbb_130805.jpg)
গাজীপুর, ১৭ মার্চ, এবিনিউজ : গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় অবস্থিত ভাই ভাই আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, টঙ্গীর রেলস্টেশন এলাকায় ভাই ভাই আবাসিক হোটেল থেকে থানায় খবর দেওয়া হয় ওই হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে হোটেলে তৃতীয় তলায় তালাবন্ধ একটি কক্ষ থেকে শুক্রবার রাত ১২টার দিকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মরদেহটি কয়েকদিন আগের থাকায় তার বয়সও বোঝা যাচ্ছে না। অর্ধগলিত মরদেহটি বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই হোটেলে তালাবন্ধ করে রাখে। এছাড়া ঘটনার পর থেকে ওই হোটেলের সবাই পলাতক রয়েছে বলেও জানান তিনি।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা