![ডোমারে কোম্পানি পণ্য সরবরাহকারী শ্রমিক ইউনিয়ন গঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_130807.jpg)
নীলফামারী, ১৭ মার্চ, এবিনিউজ : মো. আসাদুজ্জামান চয়নকে সভাপতি ও এমদাদুল হক মাসুমকে সাধারন সম্পাদক করে নীলফামারীর ডোমার উপজেলা পণ্য সরবরাহকারী শ্রমিক ইউনিয়ন নামে একটি নতুন শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা নাট্য সমিতি মিলনায়তনে এই কমিটি গঠিত ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রওশন রশিদের সভাপতিত্বে কমিটি পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা আওয়ামী লীগের লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। শিক্ষক হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু ও জাতীয় শ্রমিক লীগের উপজেলা সম্পাদক মোঃ আকতারুল ইসলাম। এসময় সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
পরিচিতি শেষে নব গঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিগণ। এর আগে শুক্রবার বাদ আছর ডোমার বাটারমোড় থেকে বন্যাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা