ময়মনসিংহ, ১৭ মার্চ, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আজ শনিবার সকালে টাউনহল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এরপর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ফাতেমা জোহরা রানী এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ মাঠ থেকে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় নেতারা বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষে পুলিশ লাইনসে ৯৯ পাউন্ডের বিশাল কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝিঁ। এ সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা