![পার্বতীপুর ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/parbotipur-map_130818.jpg)
পার্বতীপুর (দিনাজপুর), ১৭ মার্চ, এবিনিউজ : পার্বতীপুর ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টায় পার্বতীপুর ডিগ্রী কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন উদ্যাপন, তাঁর জীবনী নিয়ে আলোচনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধি সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান এম.পি, মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর আমিনুল হক সরকার, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর, তরফদার মাহমুদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার, মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
আরো উপস্থিত ছিলেন- রেজাউল করিম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার সদস্য কলেজ গভর্নিং বডি, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ এবং সাবেক পৌর চেয়ারম্যান এবং তোফাজ্জল হোসেন সদস্য কলেজ গভর্নিং বডি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পার্বতীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রসুল। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের পূর্বে মন্ত্রী কলেজের প্রধান ফটকের ফলক উন্মেচন, একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এবিএন/এমএ জলিল সরকার/জসিম/এমসি