![গফরগাঁওয়ে শিক্ষকের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/attohotta_130822.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১৭ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে জ্যোতিষ চন্দ্র নাথ (৯০) নামে এক (অবঃ) প্রধান শিক্ষক ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন। আজ শনিবার ভোর রাতে উপজেলার পাগলা থানাধীন চাকুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে স্কুল শিক্ষক রতীন্দ্র চন্দ্র নাথ বাদী হয়ে পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের বাসিন্দা ও টোক বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র নাথের স্ত্রী মারা যাওয়ার পর দুই ছেলের সংসারে বসবাস করে আসছেন। গতকাল শুক্রবার রাতের খাবার শেষে তিনি নিজ বসত ঘরে ঘুমাতে যান।
আজ শনিবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে জ্যোতিষ চন্দ্রকে ঘরের আড়াঁর সাথে ফাঁসিতে ঝুলতে দেখেন।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এলাকাবাসীর ধারণা, দুই ছেলে রথিন্দ্র চন্দ্র দাস ও বিপ্লব চন্দ্র দাসের মাঝে জমি জমা নিয়ে বেশ কিছুদিন যাবদ বিরোধ চলে আসছে। ছেলেদের বিরোধে অবিমানে জ্যোতিষ চন্দ্র নাথ গভীর রাতে ঘরের আড়াঁর সাথে গলায় সাদা রঙের প্লাষ্টিকের দরি বেধে ফাঁসিতে আত্মহত্যা করে থাকতে পারে।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি