![এ সরকার কৃষক বান্ধব সরকার: শফী আহমেদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_130823.jpg)
মদন (নেত্রকোনা), ১৭ মার্চ, এবিনিউজ : কৃষকদের উন্নয়নে এ সরকার যা করার দরকার তা করে যাচ্ছে। এ সরকারের আমলে সর্বক্ষেত্রে দেশে আশাতীত উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বশ্রেণীর লোককে আহ্বান জানান। শনিবার মদন উপজেলার বালালী বাঘমরা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফী আহদে এ কথা বলেন।
তিয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মো. মুজিবুর রহমান মাষ্টার। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র ও আ’লীগ নেতা মো. আব্দুল হান্নান তালুকদার শামীম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাষ্টার,সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক বিকচান,সাবেক ্উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আহমেদ, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাবু ,খোকন মাষ্টার,সেচ্ছা সেবকলীগের সভাপতি লিটন বাঙ্গানী,
সাধারণ সম্পাদক তোফায়েল,সাবেক ছাত্রলীগ নেতা বিমান বৈশ্য,তাতীঁ লীগের আহ্বায়ক তোফায়েল আহমদ প্রমূখ। সভায় শফী আহমদ আরো বলেন,আগামী সংসদ নির্বাচন জনগণের জন্য একটি চ্যালেঞ্জ,আমি জানি অত্র এলাকার সর্বশ্রেণীর লোক আমাকে ভাল বাসে। একটি চক্র গোলা পানিতে মাছ শিকারে সব সময় ব্যস্থ থাকে। তাই কয়েক বার মনোনয়ন পেয়েও শেষ মূহূর্তে নির্বাচনে অংশ নিতে পারিনি।
এবার সব দপ্তরের রির্পোটে আমি এগিয়ে আছি। আপনাদের দোয়ায় আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে আপনাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে এলাকার ব্যাপক উন্নয়ন সাধন করবো।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা