![নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_130828.jpg)
নওগাঁ, ১৭ মার্চ, এবিনিউজ : “বঙ্গবন্ধুর জন্মদিন রং ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেষ্টুন উড়ানো, বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় জিলা স্কুল মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফেষ্টুন উড়ান ও বর্নাঢ্য র্যালীর নেতৃত্বদেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/তোহা