![দুর্গাপুরে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_130831.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১৭ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বর থেকে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী ও সামাজিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক বিশাল র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনকের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিনিয়র এএসপি দুর্গাপুর সার্কেল শাহ্ শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর মেয়র মাওলানা আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, ওসি মিজানুর রহমান আকন্দ, প্রবীন রাজনীতিবীদ বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রুহুল আমীন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার প্রমুখ। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা