![কালিয়াকৈরে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_130832.jpg)
গাজীপুর, ১৭ মার্চ, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২পাউন্ড কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা ও জাতির পিতার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ মোঃ শামসুজ্জোহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মেদ রেজা আল-মামুন প্রমুখ।
অপরদিকে উপজেলার সফিপুরে মৌচাক ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর উপজেলার শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জনবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, আকবর আলী, সিকদার মোশারফ হোসেন, সেলিম আজাদ, সরকার মোশারফ হোসেন জয়, আবুল কাশেম, মজিবুর রহমান ইয়াছিন, হাবিবুর রহমান সিকদার, রেজাউল করিম, মাহবুবুর রহমান বাবুল,আসাদুজ্জামান আসাদ,মাসুদ পারভেজ, নাজমুল আলম তুহিন প্রমুখ।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা