
আশাশুনি (সাতক্ষীরা), ১৭ মার্চ, এবিনিউজ : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতিকে গ্রেফতার করেছে। আসামীকে আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
দরগাহপুর ইউনিয়ন জামাতের সভাপতি মধ্যম দরগাহপুর গ্রামের মৃত শের আলী সরদারের পুত্র প্রফেসর আ. গনি নাশকতা মামলা ৬ তাং ২৪/১/১৮ ও নাশকতা মামলা ১৫ তাং ২২/১০/১৭ এর আসামী।
এস.আই বিশ্বজিৎ ও এএসআই কামরুল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি