![কুল্যায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/ashasuni-map_130838.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১৭ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রক সভাপতি আঃ সবুরের সভাপতিত্বে সভায় সেক্রেটারী শিক্ষক শাফিউল্লাহ বাদশা, সহ-সভাপতি শিক্ষক পরিমল কুমার দাশ, সদস্য সাংবাদিক গোলাম মোস্তফা, সাংবাদিক এস কে হাসান ও শিক্ষক শংকর কুমার গাইন উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি